
বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী স্যারের ছোট ভাই নূর মোহাম্মদ সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে Doctor of Philosophy (Ph.D) ডিগ্রি অর্জন করে। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৫ তম সিন্ডিকেট সভায় ‘অপরাধ দমনে প্রচলিত আইন ও ইসলামি আইন’ শিরোনামে গবেষণা কর্মের জন্য পিএইচডি প্রদান করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী স্যারের অধীনে এ গবেষণা পরিচালিত হয়।
নুর মোহাম্মদ বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ চট্টগ্রামে সহকারী অধ্যাপক পদে কর্মরত। ড. নুর মোহাম্মদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর কৃতি ছাত্র হিসাবে বিএ অনার্স (ফার্স্ট ক্লাস ফার্স্ট), এমএ (ফার্স্ট ক্লাস ফার্স্ট) এবং এমফিল ডিগ্রি অর্জন করেন।
তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন পদুয়া তেওয়ারিখিল নিবাসী মরহুম আবুল বশর সওদাগর ও রওশন আরা বেগমের কনিষ্ঠ সন্তান। ড. নুর মোহাম্মদ তার এ অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সকলের নিকট দোয়া চেয়েছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.