
জামায়াত ইসলামী যুব বিভাগের প্রতিনিধি সম্মেলনে শাহাজাহান চৌধুরী বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, ফয়সালদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। জাতীয় পার্টি এরশাদ কিংবা বিএনপির শাসনামলেও এদেশে অর্থনৈতিক মুক্তি, শান্তি আসেনি। বাংলাদেশ জামায়াত ইসলামী সুখী, সমৃদ্ধশালী ও নিরাপদ রাষ্ট্র গঠনে কাজ করছে- এ অভিযাত্রায় আপনাদের শামিল হতে হবে। দেশের প্রয়োজনে যুব বিভাগের কর্মীদের আবারো লড়তে হবে। তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট হাসিনা দেশের আলেম ওলামাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হত্যা করেছে, ৫৭ জন নিরাপরাধ বিডিআর অফিসার কে হত্যা করেছে, ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি করার নির্দেশ দিয়েছে। সতের বছরে জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত শনিবার বাঁশখালী উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে বাঁশখালী উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন ও পৌরসভা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়াবের যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল ইসলাম, প্রমুখ।