ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বাঁশখালীতে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রার্থিতা ফিরে পেলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আরিফুল হক তায়েফ। আজ ১২ই জানুয়ারি ২০২৬,ইং তারিখ সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশনের আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ৪ঠা জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে কিছু ত্রুটির অজুহাতে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করেছিলেন। তবে দমে যাননি তরুণ এই রাজনীতিবিদ। আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের অধিকার আদায়ে গত ৭ই জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে (আপিল মামলা নং: ১৫৩/২৬) আপিল দায়ের করেন তিনি।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শুনানির নির্ধারিত দিনে বিজ্ঞ আইনজীবীর যুক্তি এবং সঠিক তথ্য-উপাত্ত উপস্থাপনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ বলে রায় প্রদান করেন। এর ফলে বাঁশখালীর নির্বাচনী মাঠে আবারও লড়াইয়ের পূর্ণ সুযোগ পেলেন জনগণের প্রিয় এই তরুন মুখ।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, "আলহামদুলিল্লাহ! সত্যের জয় সবসময় নিশ্চিত। আমি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা ন্যায়বিচার করেছেন। এই জয় শুধু আমার নয়, এই জয় বাঁশখালীর আপামর জনতার। আমরা গণমানুষের অধিকার আদায়ের যে লড়াই শুরু করেছি, তা ইনশাআল্লাহ বিজয়ের দিকে এগিয়ে যাবে। এই খবর বাঁশখালীতে পৌঁছালে গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বাঁশখালীর সাধারণ মানুষ এখন তাকে ঘিরেই নতুন দিনের স্বপ্ন দেখছেন।