
নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রমে জড়িতদের পদে বসালো রাবিপ্রবি ছাত্রদল
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) হল ও অনুষদ কমিটি ঘোষণা করেছে শাখা রাবিপ্রবি ছাত্রদল শাখা। কমিটির বিভিন্ন পদে নেতাদের অতীত বিশ্লেষণ করে দেখা গেছে যে তারা নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলো।
শনিবার সন্ধ্যায় (২৩ আগস্ট) রাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন অর্ণব,সিনিয়র যুগ্ম আহবায়ক শামস শাহরিয়ার ও সদস্য সচিব জিশান আহম্মেদ এর সাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ পেয়েছে।
প্রকাশিত কমিটির অনেকেই আগে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়া থাকা বিভিন্ন ছবি, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনের ছাত্রলীগের কার্যক্রমের সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার সত্যতাও মিলেছে।
এ বিষয়ে জানতে চাইলে রাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, “আমরা তৎকালীন সময়ে দেখেছি ছাত্রলীগ জোর করে অনেক শিক্ষার্থীদের প্রোগ্রামে নিয়ে যেতো। তারা কেউ ছাত্রলীগের আদর্শ ধারণ করে যেতো না৷”
৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকা একাধিক ব্যক্তিকে দলে ফেরানো নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আহবায়ক কমিটির দুই মাস যেতে না যেতেই এমন পরিস্থিতিকে উদ্বেগজনকভাবে দেখছেন রাবিপ্রবিয়ানরা।