1. dqrnrzct@maillv.com : adantranter64 :
  2. admin@hhhs.com : admin : Professor Mohammad Nagem Uddin
  3. admin@alokitobanskhali24.com : admin :
  4. spinfile-names.dat_longford@smass.store : corinnelongford :
  5. delilah_camfield@9be6.hostpost.uk : delilahcamfield :
  6. jamesweaver2001@acetylcholgh.ru : giadennison0368 :
  7. justinenewton@hotbird.giize.com : jaketroup565574 :
  8. : :
  9. selina_kramer@smass.store : selinakramer2 :
  10. christopherbungard2008@acetylcholgh.ru : serenaaugust :
  11. stephengale1997@acetylcholgh.ru : williamcastanon :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

কমলনগরে বিএমজিটিএ’র তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

কমলনগর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২০৬ Time View

কমলনগরে বিএমজিটিএ’র তৃতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

 

সরকারি নিয়মে বাড়ী ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সহকারী শিক্ষকদের অষ্টম গ্রেড, বদলিপ্রথা চালু ও মাদ্রাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও বৈষম্য দূরীকরণের দাবিতে তৃতীয় উপজেলা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) সকাল ১০টায় হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার হলরুমে এ আয়োজন করে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) কমলনগর উপজেলা শাখা।

বিএমজিটিএ কমলনগর উপজেলা শাখার সভাপতি মাস্টার আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমজিটিএ’র লক্ষ্মীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আলী।

এসময় প্রধান অতিথি, শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান এবং একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে সর্বজনীন বদলি প্রথা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমজিটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল, বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত উল্লাহ, প্রচার সম্পাদক ফিরোজ কবির, সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম সভাপতি শাহেদ আকরাম হোসেন পিন্টু, রামগতি উপজেলা সভাপতি মাহতাব উদ্দিন, রামগতি উপজেলা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হাওলাদার, বিএমজিটিএ লক্ষ্মীপুর জেলার সহ-দপ্তর সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে বক্তারা, মাদরাসা শিক্ষা ব্যাবস্থাকে বৈষম্য মুক্ত করতে স্কুল-কলেজের এমপিও নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে মাদরাসার এমপিও নীতিমালা সংশোধন এবং শিক্ষকদের সকল যৌক্তিক দাবি পূরণে মাননীয় শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

সভা সঞ্চালনা করেন বিএমজিটিএ জেলা সদস্য নুর হোসেন পারভেজ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss